স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ।। হবিগঞ্জের মাধবপুরে ৩০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। রবিবার ভোররাতে মাধবপুর আর্মি ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি আভিযানিক দল উপজেলার আদাঐর ইউনিয়নের গোয়ালনগর এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মাধবপুর উপজেলার গোয়ালনগর গ্রামের মৃত মনমোহন দাসের ছেলে সজল দাস (৪৫), মৃত আব্দুর রশিদের ছেলে সেন্টু মিয়া (৩০) ও মোঃ কাচম মিয়ার ছেলে মোঃ ফারুক মিয়াকে (৩১) আটক করে। এসময় তাদের কাছ থেকে ৩ পিস ইয়াবা ও নগদ ২৬ হাজার টাকা জব্দ করা হয়।
মাধবপুর আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোঃ ইমাম হোসেন জানান- ধৃত আসামিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুপূর্বক থানায় হস্তান্তর করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com