নিজস্ব প্রতিনিধি ।। কেন্দ্রীয় কমিটি ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সারা দেশের সব কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে। রোববার (২৭ জুলাই) সন্ধ্যা ৬টায় রাজধানীর শাহবাগে চলমান বিভিন্ন ইস্যু নিয়ে ডাকা এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির সভাপতি রশিদুল ইসলাম রিফাত। সংবাদ সম্মেলনে রিফাত বলেন, অর্গানোগ্রামের জরুরি মিটিংয়ে সম্মিলিত আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সময় রশিদুল ইসলাম রিফাত বলেন, এখনো রাজনৈতিক দলের শেল্টারে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে অনেকে। যার ফলে এই সিদ্ধান্ত নেয় সংগঠনটির নেতারা।
রিফাত দাবি করেন, বাংলাদেশের ইতিহাসে কোনো অপরাধের দায় স্বীকার করে সারা দেশের কমিটি স্থগিত করেনি কেউ। পাশাপাশি আইন শৃঙ্খলাবাহিনীর প্রতি আহ্বান- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করে যারা যে অপকর্ম করবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার।
সংগঠনটির আগামী কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, তা পরবর্তীতে আলোচনার মাধ্যমে জানানো হবে বলেও জানান সংগঠনটির সভাপতি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com