স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভনে প্রবাসীর কাছ থেকে ২৪ লাখ টাকা হাতিয়ে নিয়েছে নাঈমা আক্তার নামে এক তরুণী। এ ঘটনায় তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছে।
জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া গ্রামের আব্দুর রউফের ছোট ভাই ফ্র্রান্স প্রবাসী নুরুল আমিনের সাথে নছরতপুর গ্রামের বাসিন্দা, বর্তমানে শহরের মোহনপুর এলাকায় বসবাসকারী মৃত সুরুজ আলীর কন্যা নাঈমা আক্তার (২৫) এর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। নুরুল আমিন নাঈমাকে বিয়ে করবে বলে আশ^স্থ করলে নাঈমা জানায়, তাকে বিয়ে করতে হলে শহরে একটি ফ্ল্যাট কিনতে হবে। নাঈমা’র প্রেমের ফাঁদে পা দিয়ে নুরুল আমিন ২০১৯ সালের ২০ অক্টোবর থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন সময় তাকে নগদ ২৪ লাখ টাকা দেয়। এ টাকা নিয়ে নাঈমা নুরুল আমিনকে বিয়ে না করে অন্য আরেকজনকে বিয়ে করে। এ খবর শুনে নুরুল আমিন ও তার পরিবারের মাথায় আকাশ ভেঙ্গে পড়ে। সবকিছু হারিয়ে সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। এ ঘটনায় নুরুল আমিনের ভাই আব্দুর রউফ হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল-১ আদালতে নাঈমা আক্তার, তার বড় বোন মঞ্জিলা আক্তার, ভাই সাইফুল ইসলাম, মা শরিফুন্নেসা, আছমা বেগম, আব্দুল্লাহ মিয়া ও সামছুল আলম রুহেলের বিরুদ্ধে মামলা দায়ের করেন। যার নং-সিআর ১৯৩/২৫। বিচারক মামলাটি আমলে নিয়ে সদর থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেন। ওসি তদন্তকারী কর্মকর্তাকে ঘটনার সত্যতা যাচাইয়ের দায়িত্ব দিলে বিভিন্ন কললিস্ট এবং ব্যাংকের একাউন্ট যাচাই করে ঘটনার সত্যতা পান। পরে আদালতে প্রতিবেদন দিলে আদালত অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।