স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে অ্যাম্বুলেন্স চালক ফারুক মিয়া (৪০) নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ১০ সাংবাদিকসহ ১৩৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২-৩ হাজার লোককে আসামি করে গতকাল শুক্রবার সকালে মামলাটি দায়ের করেন নিহতের স্ত্রী সালমা খাতুন। মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- সাংবাদিক আশাহিদ আলী আশা, অলিউর রহমান অলি, মোঃ আলমগীর, বাদল আহমেদ, এটিএম সালাম, নাবেদ মিয়া, সাগর মিয়া, সফিকুল ইসলাম, নাহিদ, আনোয়ার হোসেন মিঠু ও আলাউর রহমান আলাল। এছাড়াও রয়েছেন জহিরুল ইসলাম সোহেল, রাজ্জাক, মাহবুব আলম সুমন, সফিক মিয়া, নুরুল আমিন, সরোয়ার আহমেদ, উজ্জল মিয়া, সাকিব মিয়াসহ প্রায় ১৩৫ জন।
মামলার বিবরণে জানা যায়, গত ৭ জুলাই দুই পক্ষের লোকজনের মাঝে সৃষ্ট সংঘর্ষে ফারুক মিয়া নিহত হন এবং আহত হন অন্তত কয়েক শতাধিক লোক।
ওসি কামরুজ্জামান জানান, মামলা হয়েছে। আসামি ধরতে অভিযান অব্যাহত আছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com