স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানা পুলিশের সাড়াশি অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৩ পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- আজিজ মিয়া, রুবেল মিয়া ও আলী আকবর। গতকাল শুক্রবার ভোরে সদর থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহীনের নির্দেশে পুলিশ শহরে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গতকাল তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।