শায়েস্তাগঞ্জে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান
নিজস্ব প্রতিনিধি ॥ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল এসএম জিয়াউল আজিম এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি শায়েস্তাগঞ্জস্থ হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর পরিদর্শন করেছেন। এ উপলক্ষে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১১টায় হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কম্পাউন্ডে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান। বিশেষ অতিথি ছিলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন) বিশ্বনাথ শিকদার, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর জেনারেল ম্যানেজার (চঃদাঃ) মোঃ গোলাম কাউসার তালুকদার, ডেপুটি জেনারেল ম্যানেজার মুহাম্মদ নিজাম উদ্দিন শামস, জানায় দুর রহমান, পারভেজ ভূইয়া, আবদুল্লাহ আল মাসুদ, মোঃ আসাদুজ্জামান অনজু, ডিজিএম সমন সাহা, সহকারী জেনারেল ম্যানেজার সদর দপ্তর (ও এন্ড এম) মোঃ নাঈমুর রহমান, (সাব-জোঃআঃ) অমলেশ কুমার সরকার, (ই এন্ড সি) শফিকুল ইসলাম, (অর্থ -হিসাব) শেখ মুরাদুজ্জামান, মোঃ মাহবুবুর রহমান, মোঃ সোয়েব ইবনে বাশার, সৈয়দ আজহারুল ইসলাম, পলক সাহা, মোঃ ইসমাইল হোসেন পলাশ, মোহাম্মদ মনির হোসেন, (মানব সম্পদ) মোঃ রফিকুল ইসলাম, (প্রশাসন) মোঃ হুমায়ুন কবির, মোঃ জোয়েল উর-রহমান সহ হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সদস্যবৃন্দ।
সভায় প্রধান অতিথি বলেন, আগামী ফেব্রুয়ারিতে পল্লী বিদ্যুৎ সমিতির শূন্য কোটা পূরণ করা হবে। পাশাপাশি বিদ্যুৎ সংশ্লিষ্ট সকল যন্ত্রপাতি আধুনিকায়নের উদ্যোগ নেয়া হচ্ছে। তিনি বিদ্যুৎ সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ভূতুড়ে বিল পরিহার করার নির্দেশ দেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com