স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উত্তর শ্যমলী এলাকায় সড়কের পাশে দুইটি বৈদ্যুতিক খুটি হেলে পড়েছে। যেকোনো সময় এটি ভেঙে পড়ে উত্তর ও দক্ষিণ শ্যামলী এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। শুধু তাই নয় ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বৈদ্যুতিক খুটি হেলে পড়ে থাকলেও এটি ঠিক করতে সংশ্লিষ্টদের কোন উদ্যোগ নেই। বিষয়টি বার বার বিদ্যুৎ বিভাগকে অবগত করা হলেও তাতে তারা কর্ণপাত করেননি। গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, উত্তর শ্যামলী ব্রিজ থেকে শুরু করে সাধুর মাজারের দিকে রাস্তা দিয়ে আসা যাওয়ার পথে রাস্তায় বৈদ্যুতিক খুটি হেলে পড়ে আছে। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com