মাধবপুর প্রতিনিধি ॥ আগামী ১৪ ও ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের পীরে কামেলে মোকাম্মেল হযরত শাহসুফী আলহাজ্ব সৈয়দ আব্দুস সাত্তার নকশেবন্দী মোজাদ্দেদী ফান্দাউকী (রঃ) ও পীরে কামেলে মোকাম্মেল হযরত শাহসুফী আলহাজ্ব সৈয়দ নাছিরুল হক (মাছুম) আল-কাদরী চিশতী নকশেবন্দী মোজাদ্দেদী ফান্দাউকী (রঃ) দ্বয়ের কেন্দ্রীয় বার্ষিক ইছালে ছাওয়াব। উক্ত মাহফিলের স্থান ফান্দাউক খেলার মাঠ পরিদর্শন শেষে মিলাদ-কিয়াম ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বর্তমান গদ্দিনশীন পীর আলহাজ্ব মাওলানা মুফতী শাহসুফী সৈয়দ ছালেহ আহমাদ মামুন আল-হোসাইনী, দরবর শরীফের মুখপাত্র ও বাংলাদেশ আঞ্জুমান যুব খাদিমুল ইসলামের আমীর আলহাজ্ব মাওলানা মুফতী শাহসুফী সৈয়দ মঈনুদ্দি আহমাদ আল-হোসাইনী, বাংলাদেশ আঞ্জুমানে ইসলামী ছাত্রমহলের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব শাহসুফী সৈয়দ আবু বকর ছিদ্দিক আল-হোসাইনী ও সহ সভাপতি পীরজাদা আলহাজ্ব মাওলানা শাহসুফী সৈয়দ বাকের মোস্তফা আল-হোসাইনী সহ সহস্রাধিক মুরিদান ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। পীর ছাহেব কিবলা দরবার শরীফের কেন্দ্রীয় বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিলে সফল ও স্বার্থক করার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com