নুর উদ্দিন সুমন ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পানছড়ি এলাকায় অবৈধভাভে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনাকালে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ১০টি ড্রেজার মেশিন ও প্রায় ২০০০ ফুট প্লাস্টিক পাইপ ধ্বংস করা হয়। ঘটনাস্থল থেকে অবৈধভাবে বালু পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক্টর ও ২টি মেশিন জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব এ অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন চুনারুঘাট থানা পুলিশের একটি টিম। ইউএনও মোহাম্মদ রবিন মিয়া বলেন- জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com