সুমন আহমেদ বিজয় ॥ লাখাইয়ে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে ধারাবাহিক বিভিন্ন অনুষ্ঠান মালার অংশ হিসাবে মঙ্গলবার দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে। এর মধ্যে রয়েছে আন্তঃস্কুল ও আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা,”তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” বিষয় নিয়ে কর্মশালা ও পরিচ্ছন্নতা অভিযান। আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার ১৩টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয় এবং বিতর্কের বিষয় ছিল জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্য সম্মত শৌচাগার, হাতধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ। এ প্রতিযোগিতায় এসিআরসি পাইলট উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং কালাউক উচ্চ বিদ্যালয় রানার্স আপ হয়।
আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতায় বিতর্কের বিষয় ছিল ডেঙ্গু মোকাবেলায় প্রাতিষ্ঠানিক উদ্যোগের চেয়ে ব্যক্তিগত সচেতনতাই অধিক গুরুত্বপূর্ণ। এ প্রতিযোগিতায় লাখাই মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রি কলেজ চ্যাম্পিয়ন এবং জিরুন্ডা মানপুর তোফাইলিয়া সিনিয়র মাদ্রাসা রানার্সআপ হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালা ও বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা।