চুনারুঘাট প্রতিনিধি ॥ গুজব ছড়ানোর অভিযোগে হবিগঞ্জের চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এস এম মোশাহিদ সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মোশাহিদ উপজেলার পাকুড়িয়া গ্রামের মৃত আব্দুর রহমান সরকার মহুরীর পুত্র। সোমবার রাতে চুনারুঘাট শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে মাধবপুর থানায় নিয়ে যাওয়া হয় এবং মাধবপুর থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেফতার হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি (তদন্ত) কবির হোসেন।