ব্যবসায়ী মোবারক যখন সিলেটে বোনের চিকিৎসা করাচ্ছিলেন তখন মামলায় বলা হয় তিনি মাধবপুরে হামলা করেন
মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুরে এক ব্যবসায়ীকে ষড়যন্ত্রমূলক মামলায় আসামী করে করে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। মামলার এজাহারে উল্লেখিত সময়ে আসামী সিলেটে অবস্থান করলেও ওই ব্যক্তিকে ২ নং আসামী করা হয়েছে।
অভিযোগে জানা যায়, মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা গ্রামের মৃত কুদ্দুছ মিয়ার ছেলে খোকন মিয়া একই গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে ব্যবসায়ী মোবারক হোসেন সহ ১১ জনের নাম উল্লেখ করে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (দ্রুত বিচার আমল) আদালতে একটি মামলা দায়ের করেন।
মামলায় উল্লেখ করা হয় গত ২৭ অক্টোবর ২০২৪ সন্ধ্যা অনুমান ৫টা ৪৫ মিনিটের সময় মোবারক হোসেন সহ কয়েকজন মিলে খোকন মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে।
মোবারক হোসেন জানান, মামলায় যে তারিখ ও সময় উল্লেখ করা হয়েছে সে সময় তিনি তার বড় বোন শরিফা আক্তারের চিকিৎসার জন্য সিলেট ইবনে সিনা হাসপাতালে ছিলেন। ইবনে সিনা হাসপাতালের সিসি টিভি ক্যামেরা ফুটেজে দেখা গেছে তিনি ইবনে সিনা হাসপাতালের সামনে সিএনজি থেকে নেমে ভাড়া দিচ্ছেন, পরবর্তী একটি সিসি টিভি ফুটেজে দেখা গেছে তিনি হাসপাতাল থেকে পরীক্ষার রিপোর্টগুলো সংগ্রহ করছেন।
আসামীপক্ষের আইনজীবী মোজাম্মেল হক রাসেল জানান, এজাহারে উল্লেখিত ২নং আসামী মোবারক হোসেন ঘটনার দিন সিলেটে ছিলেন। তিনি তার বোনকে নিয়ে যান চিকিৎসা করানোর জন্য। হাসপাতালের সিসি টিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। মোবারক হোসেনকে ষড়যন্ত্রমূলকভাবে হয়রানি করার জন্য আসামী করা হয়েছে বলে দাবি করেন তিনি।