স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা যুবলীগ নেতা সেলিম খান ও তার ভাই নোমান খান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিরোধীতা ও ছাত্র-জনতার উপর হামলায় জড়িত থাকার পরও কোনো মামলার আসামি হননি। ৯ হত্যা মামলাসহ অন্য কোন মামলায়ও অভিযুক্ত হননি। এখনো দুই সহোদর নিজেদের এলাকা প্রতাপপুরে আধিপত্য বিস্তার করে চলেছেন।
এলাকাবাসী জানান, তারা দুইজন সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যান এর এজেন্ট হয়ে কাজ করতো। এমনকি বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে তারা সরাসরি ছাত্র-জনতার উপর হামলায় জড়িত ছিলো। কিন্তু রহস্যজনক কারণে অদ্যাবধি কোনো মামলায় তারা আসামি হয়নি। ভুক্তভোগী এলাকাবাসী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com