অপু আহমেদ রওশন ॥ হবিগঞ্জ শহর থেকে অপহৃত ব্যাংক কর্মকর্তাকে ৭২ ঘন্টা মধ্যে বাহুবলের মিরপুর হতে উদ্ধার করেছে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ।
জানা যায়, গত বুধবার (১ জানুয়ারি) হবিগঞ্জ শহরের ইনাতাবাদ এলাকার বাসিন্দা সিটি ব্যাংক কর্মকর্তা আব্দুল জব্বার চৌধুরী রাজীব অপহৃত হন। তার পর থেকে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে এ ঘটনায় আব্দুল জব্বার চৌধুরী রাজীব এর স্ত্রী সৈয়দা মাহফুজা আক্তার হবিগঞ্জ সদর মডেল থানায় একটি জিডি করেন। ওই জিডির ভিত্তিতে হবিগঞ্জের পুলিশ সুপার মো: রেজাউল হক খান (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) এর দিক নির্দেশনায় ব্যাংক কর্মকর্তা আব্দুল জব্বার চৌধুরী রাজীবকে উদ্ধারে নামে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ। জিডির সূত্র ধরে হবিগঞ্জ ডিবির সাইবার ক্রাইম তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরণের ৭২ ঘন্টার মধ্যে অপহৃত ব্যাংক কর্মকর্তাকে উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। গতকাল শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে বাহুবল উপজেলার মিরপুর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়। পলাতক অপহরণকারীদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় জেলা গোয়েন্দা পুলিশ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com