স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ মাধবপুরের গোপালপুর গ্রামে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে গুরুতর আহতদের মাধবপুর ও ব্রাহ্মণবাড়ীয়া সদর হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- শুক্রবার বিকালে উপজেলার আদাঐর ইউনিয়নের গোপালপুর গ্রামে কিশোরদের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বিবদমান ফিরোজ মিয়া ও জাহের মিয়া গোষ্ঠির লোকজনের মাঝে সংঘর্ষ বাঁধে। এতে মহিলাসহ উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। গুরুতর আহতদের মধ্যে কাদির মিয়া (৬৯), নাসির মিয়া (৩৭), মাসুক মিয়া (৩৫), মিনারা খাতুন (৫০), আব্দুল জলিল (৩১), আবু সালেক (৩০), আলফু মিয়া (৭৫), আব্দুল গফুর (৫৫), ফিরোজ মিয়া সর্দার (৯০), মাহমুদা আক্তার (৪৫), তাইফুল ইসলাম (১৮), তারিক (২৩), আরাফাত (২৬), আশরাফুল (১৬), সুমন মিয়া (২২), সাইফুল ইসলাম (১৪), আফিয়া বেগম (৮০), খসরু মিয়া (৪২), মাহফুজ মিয়া (৪০), আবু খালেক (২৬), কাছস আলী (৪০), আল আমিন (২৭) ও শাওয়াল মিয়াকে (৪৫) মাধবপুর ও ব্রাহ্মণবাড়ীয়া সদর হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে থানার এস.আই মুকুল এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com