স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় সালমান তালুকদার জুনাইদ (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে। পুলিশ সুপার মোঃ রেজাউল হক খান এর নির্দেশে শয়েস্তাগঞ্জ থানার ওসি দিলীপ কান্ত নাথ এর নেতৃত্বে এসআই জহিরুল ইসলাম, এসআই নয়নমনি দেব সহ একদল পুলিশ বৃহস্পতিবার বিকেলে দেউন্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জুনাইদ পুরাসুন্দা বড়বাড়ীর মৃত টেনু মিয়ার ছেলে। গতকাল শুক্রবার তাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com