বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে উপজেলা ভিত্তিক নুরানী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে জামিয়া আশরাফিয়া চন্দনিয়া মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসা প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চলিতাতলা মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল খালিক-এর সভাপতিত্বে ও মাওলানা আব্দুল হাই-এর পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামিয়া কাসিমুল উলুম বাহুবল মাদ্রাসার মুহতামিম শায়খুল হাদিস আল্লামা মনির উদ্দিন। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাদ্রাসার ছাত্র মাসুম আহমেদ।
উল্লেখ্য, নুরানী প্রতিযোগিতায় উপজেলার ১১০ প্রতিযোগী অংশগ্রহণ করেন।