ডেস্ক রিপোর্ট ॥ সিলেট বিভাগজুড়ে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছে জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। রবিবার (২৯ ডিসেম্বর) সিলেটের জকিগঞ্জে একাধিক বাসে ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট আহ্বান করেন সংগঠনের নেতারা।
সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল মুহিত বলেন, বাস চালকরা অন্যায় করলে আইন অনুযায়ী তার শাস্তি হবে। কিন্তু আইন হাতে তুলে নিয়ে বাস ভাংচুর করা ও পোড়ানো সন্ত্রাসী কর্মকা-। আমরা এর বিচার চাই। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসচালক জকিগঞ্জ থানায় মামলা দায়েরের আবেদন করেছেন।
তিনি বলেন, আমাদের অন্তত চারটি বাসে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। প্রশাসন আমাদের নিরাপত্তা নিশ্চিত না করায় মঙ্গলবার সকাল থেকে পুরো সিলেট জেলায় কর্মবিরতি পালন করা হবে। বাকি পরিবহন শ্রমিক সংগঠনগুলোও আমাদের সঙ্গে একাত্মতা পোষণ করবে।
প্রসঙ্গত, রবিবার (২৯ ডিসেম্বর) সিলেটের জকিগঞ্জে বাস চাপায় আবির আহমদ (১৪) নামে এক কিশোর রাস্তা পার হতে গিয়ে চলন্ত বাসের নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত কিশোর জকিগঞ্জের গণিপুর কামালগঞ্জ স্কুল অ্যান্ড কলেজর নবম শ্রেণির ছাত্র এবং বারঠাকুরী ইউনিয়নের দৌলতপুর গ্রামের বাহার উদ্দিনের একমাত্র ছেলে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com