স্টাফ রিপোর্টার ॥ বিএসটিআই এর লাইসেন্স না থাকায় বাহুবলের ৩ ইট ভাটাকে ৭৫ হাজার টাকা এবং হাইওয়ের পাশে অবৈধভাবে বালু স্তুপ করে রাখায় এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বাহুবলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে বাহুবল উপজেলায় বিভিন্ন আইনে একাধিক ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে বিএসটিআই এর লাইসেন্স না থাকায় শ্যামল দেব, তরুন কান্তি দাস ও নজরুল ইসলামকে বিএসটিআই আইন, ২০১৮ এর আওতায় ৭৫ হাজার টাকা অর্থদন্ড করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এছাড়া হাইওয়ের পাশে অবৈধভাবে বালু স্তুপ করে রাখায় দিদার মিয়া নামে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ১ লাখ টাকা অর্থদন্ড করা হয়। অভিযানে সার্বিক সহায়তা করেন বিএসটিআই সিলেটের প্রসিকিউটর অমিত হাসান এবং বাহুবল মডেল থানা পুলিশের একটি চৌকস টিম।