মাধবপুর সংবাদদাতা ॥ দেশের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান সায়হাম গ্রুপের ডাইরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) হাফিজ আহ্সান ফরিদ দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন। গত ১০ ডিসেম্বর বাংলাদেশ গেজেট (অতিরিক্ত সংখ্যা) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রী পরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে গেজেট প্রকাশ হয়। এতে উল্লেখ করা হয়, তিনি সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারকের পদমর্যাদার সমরূপ। তিনি দীর্ঘদিন যাবৎ সায়হাম গ্রুপের পরিচালক হিসেবে সততা, নিষ্ঠা ও সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছেন।
দুদকের কমিশনার হিসেবে নিয়োগ লাভ করায় সায়হাম গ্রুপের ডাইরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) হাফিজকে সায়হাম গ্রুপের পরিচালনা পর্ষদ, সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ অভিনন্দন জানান এবং তার সার্বিক মঙ্গল, কল্যাণ ও সফলতা কামনা করেন।
হাফিজ আহ্সান ফরিদ তাঁর উপর অর্পিত দায়িত্ব দেশ ও জাতির স্বার্থে পালনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।