স্টাফ রিপোর্টার ॥ আসলাম শাহাজাদাকে হবিগঞ্জের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব আবু সাঈদের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে তিনি ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।
প্রসঙ্গত- বর্তমান পুলিশ সুপার মো. রেজাউল হক খান গত ৩১ আগস্ট নতুন পুলিশ সুপার হিসেবে হবিগঞ্জ জেলায় যোগদান করেছিলেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com