এম,এ আহমদ আজাদ, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র, বিদেশী মুদ্রা ও নগদ টাকা সহ একজনকে আটক করা হয়েছে। বুধবার সকাল ১১ টায় নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজারে বানিয়াচং সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত মেজর মাহির নেতৃত্বে এক অভিযান পরিচালনা করা হয়। সকাল ১১ টায় অভিযান শুরু হয়ে বেলা দেড়টা পর্যন্ত অভিযান চলে। অভিযানকালে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাশ অনুপ উপস্থিত ছিলেন। এসময় নবীগঞ্জ উপজেলার ১২নং কালিয়ার ভাঙ্গা ইউনিয়নের চরগাঁও গ্রামের হিরা মিয়ার পুত্র মো: সজলু মিয়াকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৬২২ পিস ইয়াবা, নগদ ১ লাখ ৮০ হাজার টাকা, ১০ সৌদি রিয়াল, ৫টি ওমানের রিয়াল, ১টি এন্ড্রয়েট মোবাইল ফোন, ৩টি চা-পাতি, ৩টি ধারালো ছুরি সহ জব্দ করা হয়। পরে আটককৃত ব্যক্তিকে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসার রবি উল্লাহর কাছে হস্তান্তর করা হয়েছে।
সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত মেজর মাহি জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। অভিযানে পুলিশ তাদের সহযোগিতা করে। অভিযানকালে এক ব্যক্তিকে বিপুল মাদক, দেশীয় অস্ত্র, বিদেশী মুদ্র্রা ও নগদ টাকাসহ আটক করা হয়। পরে আটককৃত ব্যক্তিকে মাদকসহ হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসার রবি উল্লাহর কাছে হস্তান্তর করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com