মোঃ মামুন চৌধুরী ॥ শায়েস্তাগঞ্জ থানা পুলিশের অভিযানে শপিং ব্যাগভর্তি ৬ কেজি গাঁজাসহ রজব আলী (৪০) নামে একজন গ্রেপ্তার হয়েছেন। তিনি জেলার চুনারুঘাট উপজেলার বাগারুক গ্রামের মৃত ইয়াকুব উল্লার ছেলে। শুক্রবার (৬ ডিসেম্বর) দিবাগত রাতে এসব তথ্য নিশ্চিত করে থানার ওসি দিলীপ কান্ত নাথ জানান, আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রেজাউল হক খানের সার্বিক তত্ত্বাবধানে ও হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সির দিকনির্দেশনায় একদল পুলিশ অভিযান পরিচালনা করেন।
এ অভিযানে উপজেলার অলিপুর সিটিপার্ক এলাকা থেকে ওই পরিমাণ গাঁজাসহ রজব আলী গ্রেপ্তার হয়। এ ব্যাপারে থানায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।