মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুরে ছাগলে ক্ষেত খাওয়া নিয়ে প্রতিপক্ষের বাড়িতে গিয়ে হামলা ও টাকাপয়সা লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
সূত্র জানায়, গত মঙ্গলবার মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের গোপালপুর গ্রামের মোজাম্মেল মিয়ার ২টি ছাগল একই গ্রামের বাছির মিয়ার ধানের জালা ক্ষেতে মুখ দেওয়ায় তারা একটি ছাগলকে পিটিয়ে মেরে ফেলে। পরে শামীন মিয়া ও সাকিব মিয়া মোজাম্মেল মিয়াকে গালিগালাজ শুরু করলে মোজাম্মেল মিয়া এর প্রতিবাদ করে। এতে বিক্ষুব্ধ হয়ে শামীন মিয়া ও তাদের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মোজাম্মেল মিয়ার বাড়িতে হামলা করে। হামলায় মোজাম্মেল মিয়া, তার স্ত্রী মুসলিমা আক্তার, ছেলে তামিম মিয়া গুরুতর আহত হয়। আশংকাজনক অবস্থায় তাদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মোজাম্মেল মিয়া বাদি হয়ে মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com