হবিগঞ্জে ঐতিহাসিক ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন দিবস উপলক্ষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই দিনে হবিগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে স্মৃতিসৌধে আলোক প্রজ্জ্বলন ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। শহরের আরডি হল প্রাঙ্গনে গতকাল শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেল ৩ টায় ’৯০ এর স্বৈরাচারবিরোধী ছাত্রনেতৃবৃন্দ আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বাসদ নেতা কমরেড নূরুল হুদা চৌধুরী শিবলী। বক্তব্য রাখেন সাবেক ছাত্র ইউনিয়ন নেতা অ্যাডভোকেট মুরলী ধর দাস, অ্যাডভোকেট রনধীর দাস, জেলা সিপিবি সাধারণ সম্পাদক পীযূষ চক্রবর্তী, জেলা বাসদ সমন্বয়ক অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ, নুরুজ্জামান তরফদার, সাবেক ছাত্রফ্রন্ট নেতা মোশারফ হোসেন খান শান্ত, সাংস্কৃতিক সংগঠক শাহ আলম চৌধুরী মিন্টু, সিপিবি নেতা রঞ্জন কুমার রায়, জেলা ছাত্র ইউনিয়ন নেতা ইমদাদ মোহাম্মদ প্রমূখ। সভা পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা ও সাহিত্যকর্মী সিদ্দিকী হারুন। একই দিন সন্ধ্যায় ছাত্র ইউনিয়ন হবিগঞ্জ জেলা সংসদের উদ্যোগে শহীদ স্মৃতিসৌধ দুর্জয় হবিগঞ্জে আলোক প্রজ্জ্বলন ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিজ্ঞপ্তি