চুনারুঘাটে বিএনপির বিক্ষোভ সমাবেশে জি কে গউছ
বাংলাদেশের পতাকার অবমাননা করলে মানুষ বরদাস্ত করবে না ॥ মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই বাংলাদেশী
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বে কোনো আঘাত আসলে ১৯৭১ সালে যেভাবে বাংলাদেশের মানুষ গর্জে উঠেছিল, ২০২৪ সালেও মানুষ জীবন দিতে প্রস্তুত। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান বেঁচে থাকতে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দিবেন না। বাংলাদেশের ৬৪টি জেলায় মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারাই বসবাস করি আমাদের একটাই পরিচয় আমরা সবাই বাংলাদেশী।
তিনি বুধবার চুনারুঘাট উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল পরবর্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ভারতের আগরতলা সহ বাংলাদেশের উপ হাইকমিশন সমুহে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জি কে গউছ আরও বলেন- বাংলাদেশ হাসিনামুক্ত হয়েছে। দেশ পুনর্গঠনের কাজ চলছে। কিন্তু পরিস্থিতি বাধ্য করেছে আমাদেরকে আবারও রাজপথে নামতে। বাংলাদেশ বীরের জাতি। বাংলাদেশ কারো করোনায় স্বাধীন হয়নি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে, যুদ্ধে সক্রিয় অংশ গ্রহনে দীর্ঘ ৯ মাস যে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধে শহীদের রক্তের বিনিময়ে আমরা একটি পতাকা পেয়েছি। এই পতাকার কেউ অবমাননা করলে বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না।
তিনি বলেন- বিদেশে বসে রিকসা শ্রমিকের বেসে, ট্রাম্পের বেসে, ইসকনের বেসে, আনসারের বেসে, যে বেসেই আসুন না কেনো বাংলাদশে আপনাদের জায়গা হবে না। ইনশাআল্লাহ, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে।
চুনারুঘাট উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি অ্যাডভোকেট আমিনুল ইসলাম।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট নুরুল ইসলাম ও হাজী এনামুল হক, পিপি অ্যাডভোকেট আব্দুল হাই, সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির সভাপতি ফরিদ আহমেদ অলি, সাধারণ সম্পাদক হাজী আব্দুল মজিদ, বাহুবল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী শামছুল হক, শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আবু তাহের, মাধবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, অ্যাডভোকেট আফজাল হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু, জেলা শ্রমিকদলের সদস্য সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম বজলুর রহমান, জেলা কৃষকদলের সদস্য সচিব মফিজুর রহমান বাচ্চু প্রমুখ।