স্টাফ রিপোর্টার ॥ চুরি, ডাকাতি, ছিনতাইসহ অপরাধ নির্মূলে সাড়াশি অভিযান শুরু করেছে হবিগঞ্জ সদর থানার পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় ওসি আলমগীর কবির এর নেতৃত্বে একদল পুলিশ শহরের চৌধুরী বাজার, বগলা বাজার সহ শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্র জানায়, শীত মৌসুমে শহরের বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই বৃদ্ধি পায়। তাই এসব অপকর্ম প্রতিরোধ তথা অপরাধ নির্মূলে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান নিয়মিত চলবে এবং কাউকে সন্দেহভাজন মনে হলে আটক করা হবে।