![](https://dailyhabiganjermukh.com/wp-content/uploads/2024/11/008-9.jpg)
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বাহুবল উপজেলার কামাইছড়া এলাকায় অবৈধ বালুর ডিপো উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। একই সাথে রোড পোস্ট বসিয়ে সড়ক বিভাগের জায়গা দখলমুক্ত করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে ঢাকা-মৌলভীবাজার মহাসড়কের কামাইছড়া এলাকায় অভিযান চালিয়ে সড়ক বিভাগের জায়গায় তৈরি করা অবৈধ বালুর ডিপো উচ্ছেদ করেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান। একই সাথে রোড পোস্ট বসিয়ে সড়ক বিভাগের জায়গা সংরক্ষণ করেছে সড়ক ও জনপথ বিভাগ।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনের (ভূমি) শিবরাজ চৌধুরী, হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী মুরাদ হুসেন।
এর আগে “বাহুবলে অবৈধ বালুর রমরমা বাণিজ্য” শিরোনামে একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশ হলে নড়ে চড়ে বসে প্রশাসন। এরই অংশ হিসেবে অভিযান চালিয়ে অবৈধ বালুর ডিপো উচ্ছেদ করে সড়ক বিভাগের জায়গা দখলমুক্ত করা হয়।
এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মুরাদ হুসেন বলেন, রোড পোস্ট বসিয়ে সড়ক বিভাগের জায়গা সংরক্ষণ করা হয়েছে।
বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান অবৈধ বালুর ডিপো উচ্ছেদ ও সড়ক বিভাগের জায়গা দখলমুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন।