স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সাবেক এমপি, জেলা বারের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আব্দুল মোছাব্বির এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের রাজনগর এতিমখানায় মরহুমের পরিবারের পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তাছাড়া মরহুমের গ্রামের বাড়ী নবীগঞ্জ উপজেলার শ্রীমতপুর গ্রামে তাদের প্রতিষ্ঠিত হাফিজ খানা ও মাদ্রাসাসহ নবীগঞ্জের বিভিন্ন জায়গায় কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
অ্যাডভোকেট মোঃ আব্দুল মোছাব্বির ৪র্থ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে এমপি নির্বাচিত হন। ১৯৯১ সালের নির্বাচনেও তিনি অংশ নেন। তিনি হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডে জড়িত ছিলেন। ২০১৮ সালের ২৮ নভেম্বর তিনি ইন্তেকাল করেন। দীর্ঘদিন তিনি আমেরিকায় বসবাস করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। মরহুমের একমাত্র ছেলে অ্যাডভোকেট সুলতান মাহমুদ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com