ইসকনের সকল কার্যক্রম নিষিদ্ধ করার দাবি
আক্তার হোসেন আলহাদী ॥ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে কারাগারে নেওয়ার সময় চট্টগ্রামে আদালত এলাকার অদূরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে খুনের ঘটনায় বানিয়াচংয়ে বৈষম্য বিরোধী ছাত্র ও সর্বস্তরের তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র ও সর্বস্তরের তৌহিদী জনতার বিক্ষোভ মিছিলটি বড় বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার হয়ে ৪নং ইউনিয়ন অফিসের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করে। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ইসকনকে জঙ্গী সংগঠন আখ্যায়িত করে শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তুলে গোটা এলাকা। ‘আমার ভাই মরল কেন জবাব চাই জবাব চাই’ ‘একশন একশন ডাইরেক্ট একশন, ইসকনের বিরুদ্ধে ডাইরেক্ট একশন’ ‘ইসকনের কালো হাত ভেঙ্গে দাও গুড়িয়ে দাও… ইসকন হঠাও দেশ বাঁচাও’। প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা বলেন ইসকন একটি জঙ্গী সংগঠন। ইসকনের সব কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আইনজীবী হত্যাকারী ইসকনের সদস্যদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং বাংলাদেশে ইসকনের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।
বাহুবলে ইসকন নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ঃ চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকা-ের প্রতিবাদে ও হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকনকে অবিলম্বে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাহুবলের সাধারণ শিক্ষার্থীরা। বুধবার দুপুর দেড়টার দিকে বাহুবলের জাঙ্গালিয়া ফায়ার সার্ভিসের সামন থেকে মিছিলটি বের করা হয়। মিছিলে বাহুবল কলেজসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় শিক্ষার্থীরা, ‘নিষিদ্ধ ইসকন নিষিদ্ধ’, ‘আমার সোনার বাংলায় ইসকনের ঠাঁই নাই’, ‘ইসকনের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘আমার ভাই মরলো কেনো প্রশাসন জবাব চাই’ সহ নানা শ্লোগান দিতে দেখা যায়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com