স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার পানিউমদা গ্রামে মাদক ব্যবসায়ী কাজল মিয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য পুলিশ সুপার বরাবর অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল রবিবার বিকেলে ওই গ্রামের উসমান গনির পুত্র শাহিনুর রহমান অভিযোগটি দায়ের করেন।
জানা যায়, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আরজদ আলী, আওয়ামী লীগ নেতা কামাল মিয়া, উজ্জ্বল মিয়া, সিদ্দিক মিয়া, জাহাঙ্গীর মিয়া, মানিক মিয়া, জাহেদ মিয়া, পানিউমদা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ফরহাদ, মজলু মিয়া, মুশাররফ, রুমন সহ বেশ কয়েকজন পুলিশ এর হাত থেকে কাজল মিয়াকে রক্ষায় প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। পাশাপাশি তারা উসমান গনির পরিবারকে হত্যার হুমকি দিচ্ছে। এছাড়া বাড়িঘর পুড়িয়ে দেয়ার হুমকি দিচ্ছে ওই চক্রটি। এতে তারা নিরাপত্তা হীনতায় ভুগছেন। এর আগে মাদক ব্যবসায়ী কাজল গংরা উসমান গনির উপর হামলা করে তার হাত ভেঙে দেয়। তিনি বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।