স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সাহেববাড়ি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি এবং কসমেটিকসসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত ভারতীয় শাড়ী ও কসমেটিকস সামগ্রী হবিগঞ্জ জেলা কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি’র) অধিনায়ক লেঃ কর্ণেল সৈয়দ ইমদাদুল বারী খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, শুক্রবার বিকালে ৫৫ বিজিবির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সাহেববাড়ি বাসস্ট্যান্ড থেকে বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধভাবে চোরাচালানকৃত ভারতীয় পণ্য ভর্তি একটি কাভার্ড ভ্যান আটক করে। আটককৃত কাভার্ড ভ্যানটিতে ভারতীয় উন্নতমানের শাড়ি কাপড় এবং বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিকস সামগ্রী পাওয়া যায়, যার আনুমানিক সিজার মূল্য তিন কোটি টাকা। জব্দকৃত চোরাই পণ্য সামগ্রীর মধ্যে রয়েছে- ৭ হাজার ৯৬০ পিস নিভিয়া সফট ক্রীম, ৫ হাজার ৭৩৮ পিস নিভিয়া বডি লোশন, ৯ হাজার পিস স্কিন সান কিস ক্রীম, ৩ হাজার ৮৪০ পিস মাই ফেয়ার ২০ ক্রীম, ৭২৮ পিস ক্লোপ-জি ৩০ ক্রীম, ৩ হাজার ৯৬০ পিস জনসন বেবি লোশন, ৬৫ পিস বেনারশি শাড়ি, ৫৮১ পিস বিভিন্ন প্রকার শাড়ি এবং ২ হাজার ৯২২ মিটার মখমল কাপড়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com