সুমন আহমেদ বিজয় ॥ হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মুড়িয়াউক উচ্চ বিদ্যালয়ের ২০২২-২৩ অর্থ বছরের পিবিজিএসইডি’র আওতায় খরচে অনিয়মের অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা (ভারপ্রাপ্ত) সৈয়দা সুলতানার বিরুদ্ধে।
অভিযোগে জানা যায়, গত ২০২২-২৩ অর্থ বছরে বিদ্যালয়ের শৌচাগার, ছাত্রীদের কমনরুম, বিশুদ্ধ পানির ব্যবস্থা, লাইব্রেরির জন্য বই ক্রয়, সুবিধাবঞ্চিত ছাত্রছাত্রীদের ও শিক্ষকদের জন্য আর্থিক অনুদানের খরচে অনিয়ম হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায় যে, বিদ্যালয়ে নেই শৌচাগার, বিশুদ্ধ পানির ব্যবস্থার জন্য টিউবওয়েল, কমনরুমের কোন অস্তিত্ব খোঁজে পাওয়া যায়নি।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা (ভারপ্রাপ্ত) সৈয়দা সুলতানার কাছে জানতে চাইলে তিনি জানান, ১৫ জন শিক্ষার্থীর প্রত্যেককে ৫ হাজার টাকা করে বিতরণ করা হয়েছে ও শিক্ষকদের মাঝে প্রণোদনার টাকাও বিতরণ করা হয়েছে। এবিষয়ে রেজিস্ট্রার খাতায় লিপিবদ্ধ আছে কিন্তু অন্যান্য কাজের কোন ধরনের ব্যয়ের বিপরীতে কোন খরচের ভাউচার উপস্থাপন বা দেখাতে পারেননি। বিদ্যালয়ের তৎকালীন সভাপতি কে ছিলেন জানতে চাইলে প্রধান শিক্ষিকা বলেন কে সভাপতি ছিলেন ঠিক আমার মনে নেই।
শৌচাগার নির্মাণের, কমনরুম ও বিশুদ্ধ পানির ব্যবস্থা খাতে বরাদ্দ ১ লাখ ৫ হাজার টাকা কিন্তু এ সব খরচের হিসাববাবদ ভাউচার দেখাতে বললে প্রধান শিক্ষিকা (ভারপ্রাপ্ত) এ প্রতিনিধিকে জানান অনেক দিন আগের বিষয় কোথায় আছে খুঁজে যদি পাই তা হলে আপনাকে দেখাব। পরে বলেন যদি কোথাও পাওয়া যায় তাহলে আপনাকে জানাব। কিন্তু পরবর্তীতে তার মোবাইল নম্বরে যোগাযোগ করলে তিনি জানান আমার বাবা স্ট্রোক করেছেন তাই আমি খুব ব্যস্ত আছি।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি জানান- এ কাজগুলি আমি এ উপজেলায় যোগদান করার আগের। তাই আমি কিছু বলতে পারব না। এখন তো জেনেছেন এ সম্পর্কে আপনার বক্তব্য কি জানতে চাইলে তিনি বলেন আমি খোঁজ নিয়ে বা তদন্ত করে যদি সত্যতা পাওয়া যায় তা হলে আমার উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com