নিজস্ব প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ পৌর শহরের হাসপাতাল সড়ক দখল করে দোকান ও গাড়ী স্ট্যান্ড গড়ে ওঠেছে। এ কারণে জনদুর্ভোগ দেখা দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে কোন পদক্ষেপ না নেয়ায় সাধারণ পথচারীদের মাঝে দেখা দিয়েছে ক্ষোভ।
সরেজমিনে দেখা যায়, পৌর শহরের হাসপাতাল সড়কের প্রবেশমুখে রাস্তা দখল করে দোকান পরিচালনা করা হচ্ছে। এর পাশেই ব্যাটারী চালিত রিক্সা ও টমটম স্ট্যান্ড গড়ে ওঠেছে। দোকান ও স্ট্যান্ড থাকায় পথচারীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া সড়কের ওপরে দোকান ও স্ট্যান্ড থাকায় যানবাহন চলাচল করতে গিয়ে দুর্ঘটনার আশঙ্কা তৈরী হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে কোন পদক্ষেপ না নেওয়ায় পথচারীদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।
আলাপকালে সুজন মিয়া, আজগর মিয়া, কামাল মিয়াসহ কয়েকজন পথচারী জানান, দীর্ঘদিন যাবৎ সড়ক দখল করে দোকান পরিচালনা করা হচ্ছে। সেই সাথে রিক্সা ও টমটম স্ট্যান্ডও রয়েছে। এর ফলে সড়ক দিয়ে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ব্যাপারে যারা পদক্ষেপ নিবেন, রহস্যজনক কারণে তারা নীরব ভূমিকা পালন করছেন। এভাবে একটি শহর চলতে পারে না। এ ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।