উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ আদ্যপাশা লোকনাথ মন্দির প্রদীপ করের নেতৃত্বে নবীগঞ্জ লোকনাথ মন্দির থেকে পদব্রজে পায়ে হেঁটে ত্রিকালদর্শী ব্রম্মজ্ঞ পুরুষ লোকনাথ ব্রম্মচারী বাবার বারদী ধাম যাত্রায় অংশ নেয় ভক্তরা। নবীগঞ্জ আশ্রম থেকে যাত্রা শুরু করে ভোর ৫টা আদ্যপাশা লোকনাথ মন্দির সেবা হয় ১ম দিন ও মাধবপুর কালী মন্দির ২য় দিন সেবা হয় ও ভৈরব দূগা বাড়ি লোকনাথ মন্দির সেবা হয় ৩য় দিন ও নায়য়ন পুর দূগা বাড়ি সেবা হয় ৩য় দিন ও ভেলানগর চিনিশপুর কালি মন্দির সেবা হয় ৪র্থ দিন ও অপু উকিল বাসায় পরে মাধবদী দুর্গাবাড়ি সেবা হয় ৫ম দিনে। পরেরদিন বারদী ধাম গিয়ে পৌছাবে বলে জানিয়েছেন প্রদীপ কর সাধু। নবীগঞ্জ থেকে যাত্রার শুরুতে টিমের অন্যান্য ভক্তরা হলেন, সুজিত পাল, শংকর দাশ, অখিল দাশ, কিরণ সাধু, বিপুল দাশ বিপ্লব, শংকর দাশ, মিশু দাশ, রকি দাশ, রনি দাশ, নিলয় রায়,নীলকন্ঠ সূত্রধর, বিপুল দাশ, শ্যমল সরকার, সনজিত দাশ,বকুল দাশ, সজল দাশ। লোকনাথ ব্রম্মচারীর সান্নিধ্য লাভের আশায় নবীগঞ্জ লোকনাথ মন্দির থেকে পদব্রজে বারদী ধাম যাত্রা শুরু করে প্রতি বছরই তারা সেখানে গমন করেন বলে জানান ভক্তরা।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com