স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ‘অধিকার এখানে, এখনই’ প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উদযাপিত হয়েছে। ‘কন্যা শিশুর চোখে ভবিষ্যৎ দেখি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ৩০ অক্টোবর হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল কিশোরী, শিক্ষার্থী, ইয়ুথ ও অন্যান্যদের মধ্যে চিত্রাংকন, শিক্ষক ও অভিভাবকদের অনুভূতি প্রকাশ এবং জীবনে প্রতিষ্ঠিত (সরকারি/বেসরকারী/উদ্যোক্তা) নারীদের নিয়ে উদ্দীপনা/অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দিবসটি ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির আওতায় অধিকার এখানে এখনই প্রকল্পের মাধ্যমে উদযাপন করা হয়। কন্যা শিশুদের ভবিষ্যতের স্বপ্ন এবং চ্যালেঞ্জগুলো নিয়ে সচেতনতা তৈরির মাধ্যমে তাদের আত্মবিশ্বাসী করে তোলা ও সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে অনুষ্ঠিত আলোচনায় সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পূর্বিতা চাকমা। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক রুমানা আক্তার, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আলফাজ উদ্দিন, হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া খানম, এসেড হবিগঞ্জ এর সমন্বয়ক তৌজিয়া আক্তার, দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার বার্তা সম্পাদক মো. কাউছার আহমেদ।
ইয়ুথ সদস্য সোয়েনা আক্তার সানজানার সভাপতিত্বে ও মোঃ লোকমান আহমেদ এর পরিচালনায় স্বাগত বক্তব্য ব্র্যাক জেলা সমন্বয়ক মোঃ আতাউর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধিকার এখানে এখনই প্রকল্প (আরএইচআরএন-২) এর এরিয়া কো-অর্ডিনেটর মোঃ জিল্লুর রহমান। উপস্থিত ছিলেন জেলা যুব সংগঠক তানিয়া সুলতানা, জান্নাতুল নওমী পূর্ণ। সভায় ২৪০ জন শিক্ষক অভিভাবক ইয়ুথ সদস্য, সরকারি কর্মকর্তা ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
সভায় বক্তাগণ বলেন, নারীরা যা চাইবে তাই হবে। কিছু পরিবার মেয়েদের সুযোগ দেয়। মেয়েদের উচিৎ পরিবারের উপর আস্থা রাখা। পরিবার যাতে ভরসা করে সেই রকম পরিবেশ তৈরি করতে হবে মেয়েদের। সহপাঠিদের সাথে ভালো ব্যবহার করতে হবে। আমরা বৈষম্যহীন সমাজ চাই। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।