সৈয়দ আখলাক উদ্দিন মনসুর ॥ হবিগঞ্জে বিপন্ন প্রজাতির ৩টি তক্ষক অবমুক্ত করেছে বনবিভাগ। লাখাই থানার এসআই মৃদুল ভৌমিক সোমবার (২৮ অক্টোবর) হবিগঞ্জ বনবিভাগের কাছে তিনটি তক্ষক হস্তান্তর করেন। পরে হবিগঞ্জ সদর উপজেলার ভাদৈ এলাকায় বনবিভাগের পাশের জঙ্গলে তিনটি তক্ষক অবমুক্ত করেন বনবিভাগের কর্মকর্তারা।
হবিগঞ্জ রেঞ্জের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ জানান, এগুলো বন্যপ্রাণী। এগুলো প্রকৃতির ক্ষতিকর অন্যান্য প্রাণী পোকামাকড় খেয়ে জীবন ধারণ করে থাকে।
জীব বৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা সাবরিনা সাঈদা শিমু এ প্রতিনিধিকে জানান, এক শ্রেণির কিছু ব্যক্তি তক্ষক ধরে অবৈধভাবে বিক্রির চেষ্টা করে থাকে। তাদের মতে প্রাচীন আয়ুর্বেদিক চিকিৎসা ও আধুনিক চিকিৎসায় ওষুধ তৈরিতে কাঁচামাল হিসেবে তক্ষক ব্যবহার করা হয়। এটি উচ্চ মূল্যে বিক্রি করা যায়। এই বিশ^াস থেকেই এক শ্রেণির লোভী মানুষ কোন কিছু না ভেবেই প্রকৃতির এই নিরীহ প্রাণীগুলোকে লুকিয়ে ধরে এনে বিক্রির চেষ্টা করে থাকে।