বাইকে ও শরীরে পেচানো ছিল ১০ কেজি গাঁজা
জাবেদ তালুকদার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। এসময় নিহতের দেহ ও বাইক থেকে ১০ কেজি ৩০০ গ্রাম গাজাঁ উদ্ধার করা হয়েছে। নিহত আরোহী চুনারুঘাট উপজেলার ৩নং দেওয়ারগাছ ইউনিয়নের বাঘারু গ্রামের আব্দুল মান্নানের পুত্র জাকির হোসেন (২৫) এবং আহত ব্যক্তি একই উপজেলার একডালা গ্রামের মৃত আলী হোসেনের পুত্র আজগর আলী (৩৫)। শনিবার ২৭ অক্টোবর সকাল ৭টার দিকে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দেওপাড়া এলাকায় দিনারপুর কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, উল্লিখিত সময়ে ঢাকাগামী একটি অজ্ঞাত গাড়ি ও চুনারুঘাট হতে সিলেটগামী রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেলটি দিনারপুর কলেজের সামনে আসামাত্রই মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে চলে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক জাকির হোসেন (২৫) নিহত ও আজগর আলী (৩৫) আহত হন।
পরে নিহত জাকির হোসেনের শরীরের স্কসটেপ দিয়ে প্যাঁচানো অবস্থায় ও মোটর সাইকেলের সিটের ভিতর ১০ কেজি ৩০০ গ্রাম গাঁজা পাওয়া যায়।
দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আড়াইশ শয্যা জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। মোটরসাইকেলে গাঁজা থাকায় আহত আজগর আলীকে শেরপুর হাইওয়ে থানা পুলিশ আটক করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, শেরপুর হাইওয়ে থানার এস.আই হাদিউল ইসলাম।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com