সংঘাত নয় সম্প্রীতির বাংলাদেশ গড়ি এই স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জ সদরে তিন দিনব্যাপী তরুণ নেতৃত্ব বিকাশ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। দেশের যুবসম্প্রদায় হল সমাজ পরিবর্তনের চাবিকাঠি। তাই যুবসম্প্রদায়কে সংগঠিত করে এলাকার শান্তি সম্প্রীতি বজায় রাখার উদ্যোগ গ্রহণ করতে হবে। এ লক্ষ্যে নিবন্ধিত রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, স্বেচ্ছাসেবী ও সমাজকর্মী, যুব ও যুব নারী প্রতিনিধিদের নিয়ে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এর সহযোগিতায় ২২ থেকে ২৪ অক্টোবর ৩ দিনব্যাপী হবিগঞ্জ সদর উপজেলার রাঙ্গেরগাঁও ফ্রিডম ওয়ার্ল্ড পার্কে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। দি হাঙ্গার প্রজেক্ট এর মিপিস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর আকলিমা চৌধুরীর সঞ্চালনায় কর্মশালায় প্রধান প্রশিক্ষক ছিলেন মিপিস এর ট্রেনিং এন্ড ক্যাপাসিটি বিল্ডিং এক্সপার্ট উত্তম কুমার সরকার। পরিদর্শক হিসাবে উপস্থিত ছিলেন সহযোগী ট্রেনিং অফিসার মনিরুজ্জামান, পিস এম্বাসেডর ও সুজন হবিগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক চৌধুরী মিজবাহুল বারী লিটন, পিস সদস্য ও সুজন হবিগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোতালিব তালুকদার দুলাল, পিস সদস্য সাংবাদিক আজিজুল ইসলাম হৃদয়, ইয়ুথ এন্ডিং হাঙ্গার হবিগঞ্জ জেলা সমন্বয়কারী আল আমিন সাইফী।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা হলেন- সমন্বয়কারী মিজানুর রহমান মিজান, যুগ্ম সমন্বয়কারী ফারজানা আক্তার শান্তা ও মাহমুদুল হাসান গাজী, আমিনুল ইসলাম, পিয়ালী দেব, মিজান কাদেরী, শারমিন, মাহফুজ চৌধুরী, আক্তার, শাহ নৌরিন জাহান, লিমা আক্তার, আনিকা আক্তার, নুর আলম চৌধুরী, আরিফ আহমেদ পারভেজ, আব্দুল বারিক অন্ত, তছির উদ্দিন আরিফ, মো. উসামা, রাখিবা খান, সাথী আক্তার, তারিন আক্তার প্রমূখ। প্রশিক্ষণ শেষে ইয়ুথ গ্রুপকে সার্টিফিকেট প্রদান করা হয়।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী ইয়ুথ লিডারগণ বলেন- প্রশিক্ষণ থেকে তারা যে শিক্ষা ও অভিজ্ঞতা অর্জন করেছেন তা তারা সমাজ ও রাষ্ট্রের কল্যাণে প্রয়োগ করবেন। হবিগঞ্জকে সহিংসতা মুক্ত ঐক্যবদ্ধ শান্তিÍ-সম্প্রীতির শহর ও উপজেলা গঠনের জন্য সম্মিলিতভাবে কাজ করবেন। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com