নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরে টিসিবির ডিলারের কাছে চাঁদা দাবীর অভিযোগে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহীন তালুকদারের উপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় গুরুতর আহত শাহীন তালুকদারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নবীগঞ্জ শহরের শেরপুর রোডের করিম রেস্ট হাউজ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। শাহীন তালুকদার উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামের ইয়াওর মিয়ার ছেলে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়- নবীগঞ্জ পৌর এলাকার ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ডিলারের দায়িত্ব পালন করছে গালিব টেডার্স ও লোকনাথ টেডার্স। লোকনাথ টেডার্সের পরিচালক বারিন্দ্র সরকার ও গালিব টেডার্সের পরিচালক আব্দুল হাদী। গত কয়েকমাস পূর্বে গালিব টেডার্সের পরিচালক আব্দুল হাদী স্বপরিবারে যুক্তরাজ্যে চলে যাওয়ায় গালিব টেডার্সের দায়িত্ব পালন করে আসছেন মশিউর রহমান। দেশে পট পরিবর্তনের পর গত ১৫ অক্টোবর ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ডিলার গালিব টেডার্স ও লোকনাথ টেডার্সের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন শাহীন তালুকদারের ছোট ভাই রুহিন তালুকদার। অভিযোগের তদন্তে দায়িত্ব দেয়া হয় উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে। অভিযোগের প্রেক্ষিতে চলতি মাসে বন্ধ রয়েছে পৌর এলাকার টিসিবির পণ্য বিতরণ। টিসিবির গ্রাহকরা সময় মতো পণ্য না পাওয়ায় তাদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। অভিযোগ উঠে বৃহস্পতিবার দুপুরে শাহীন তালুকদার তার বন্ধু যুবদল নেতা শামীম আহমেদের মাধ্যমে (টিসিবি) ডিলার গালিব টেডার্সের বর্তমান পরিচালক মশিউর রহমানের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করেন। চাঁদা দাবীর ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় নবীগঞ্জ শহরের শেরপুর রোডের করিম রেস্ট হাউজ এলাকায় শাহীন তালুকদারের সাথে মশিউর রহমানের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে শাহীন তালুকদারের উপর হামলার ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহীন তালুকদারকে সিলেট রেফার করেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহীন তালুকদার চাঁদাদাবীর অভিযোগ অস্বীকার করে বলেন- আমার ছোট ভাই টিসিবি ডিলারের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ইউএনওর কাছে অভিযোগ দায়ের করে। এরে জের ধরে ক্ষুব্ধ হয়ে আমার উপর হামলার ঘটনা ঘটে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
নবীগঞ্জ পৌর এলাকার টিসিবি ডিলার ও ব্যবসায়ী গালিব টেডার্সের বর্তমান পরিচালক মশিউর রহমান বলেন- আমার পুরো পরিবার বিএনপির আদর্শের রাজনীতি করে আসছে। কিছুদিন আগে যুবদলের যুগ্ম আহবায়ক শাহীন তালুকদার তার ছোট ভাইকে দিয়ে আমাদের বিরুদ্ধে ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেয়। এ ঘটনার পর গত ২২ তারিখ তদন্ত কর্মকর্তা আমাদের নোটিশ করলে আমরা হাজির হই। ওইদিনই আমার দোকানে শাহীনের বন্ধু শামীম ও শহিদুল এসে জানায় শাহীনকে ৫০ হাজার টাকা দিয়ে দিলে অভিযোগ তোলে নেয়া হবে। যা আমার দোকানের সিসিটিভির ফুটেজে রয়েছে। বৃহস্পতিবার দুপুরে শাহীনের বন্ধু শামীম আহমেদ পুনরায় শাহীনকে ৫০ হাজার টাকা দিতে চাপ দেয়। এ বিষয়টি আমি জিজ্ঞাসা করতে গেলে শাহীন দা নিয়ে আমাকে মারতে উদ্যত হয়। পরে আত্মরক্ষার্থে দুজনের মাঝে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
নবীগঞ্জ থানার ওসি মো. কামাল হোসেন বলেন, মারামারির ঘটনার খবর পেয়ে একদল পুলিশ প্রেরণ করি। সৃষ্ট ঘটনায় বিএনপির এক সিনিয়র নেতা বিষয়টি সমাধান করবেন বলে জানান।