![](https://dailyhabiganjermukh.com/wp-content/uploads/2024/10/005-13.jpg)
সৈয়দ আখলাক উদ্দিন মনসুর ॥ র্যাব-৯ পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে গাঁজা ও ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে র্যাব-৯।
র্যাব জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার বড়ধলীয়া গ্রামের তেমুনিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- নরসিংদী জেলার সদর উপজেলার বিলাসদী গ্রামের ওসমান ভুইয়ার ছেলে মাহফুজ ভুইয়া (২৯) ও একই গ্রামের শফি মোল্লার ছেলে সোহাগ (২৮)।
এছাড়া অপর এক অভিযানে শায়েস্তাগঞ্জ পুরান বাজার এলাকা থেকে ২৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় মাদক পরিবহণের কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হুসেন আল বাদশা (৩৬)। সে চুনারুঘাট উপজেলার গণকিরপাড় এলাকার মতলিব মিয়ার ছেলে।
র্যাব আরও জানায়, গ্রেফতাকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।