স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাঁধা দেয়াকে কেন্দ্র করে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল ১৫ আগস্ট বিকেলে নবীগঞ্জ শহরের মধ্যবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের দাবীতে নবীগঞ্জে কালো পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। মিছিলে নেতৃত্ব দেন নবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মোঃ আক্তার হোসেন।
বিেিক্ষাভ মিছিলকে কেন্দ্র করে নবীগঞ্জ শহরের মধ্য বাজার এলাকায় বিএনপি নেতাকর্মীরা জড়ো হতে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মিছিলে বাঁধা দেয়। এ সময় বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে পুলিশ বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে লাটিচার্জ করে। পরে বিএনপি নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তুললে দু’পক্ষের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য সহ বিএনপির প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন।
পুলিশ জানায়, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com