সৈয়দ আখলাক উদ্দিন মনসুর ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগর চৌমুহনীর পাশে যাত্রী ছাউনির পেছনে সরকারি খাস জায়গায় একাধিক গাছ কর্তনের অভিযোগ পাওয়ায় থানা পুলিশ গিয়ে বন্ধ করে দিয়েছে।
সূত্র জানায়, সোমবার (১৪ অক্টোবর) সারাদিন ব্যাপী শায়েস্তাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ সড়কে কলিমনগর চৌমুহনী নামক স্থানে দীর্ঘ বছর পূর্বে জেলা পরিষদের নির্মিত যাত্রী ছাউনির পেছনে বিশাল জায়গায় ছোট-বড় বিভিন্ন সাইজের প্রায় ২০ থেকে ২৫টি ফলের গাছ ও কাঠের গাছ কর্তন করেছে শায়েস্তাগঞ্জ ইউনিয়নের চরহামুয়া গ্রামের মৃত হাজী ফিরুজ আলীর ছেলে মোঃ আব্দুস শহিদ (৫৬) সহ তার সহযোগীরা। সরকারি খাস খতিয়ানে জায়গায় সকাল থেকে গাছ কর্তন করার বিষয়ে পথচারীরা শায়েস্তাগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদারকে ফোন করলে তিনি রিসিভ করেননি। পরে বিকেলে এলাকাবাসীর অভিযোগ পেয়ে শায়েস্তাগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কান্ত নাথসহ একদল পুলিশ ঘটনাস্থলে এসে গাছ কাটা দৃশ্য দেখতে পান। সড়ক ও জনপথের জায়গায় ৪টি গাছে ডালপালা কেটে ফেলে এবং যাত্রী ছাউনির পেছনে অসংখ্য ফলের গাছ ও কাঠের গাছ কেটে স্তুপ করে রাখা হয়। এ সময় থানা পুলিশ আব্দুস শহিদকে জিজ্ঞেস করেন কিভাবে সরকারি জায়গা থেকে গাছ কর্তন করেছে সে সম্পর্কে যাবতীয় কাগজপত্র নিয়ে সন্ধ্যার পর থানায় যাওয়ার জন্য। যেসব গাছ কর্তন করা হয়েছে সেগুলোর কোনো ডালপালা নিতে পারবে না কিন্তু এ জায়গায় থাকবে।