মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (সার্জারী) ডাঃ ফরহাদ আহমেদ চৌধুরীকে কর্মস্থলে অননুমোদিত অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করতে শোকজ করেছেন কর্তৃপক্ষ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ নুসরাত জাহান স্বাক্ষরিত কারণ দর্শাও নোটিশে বলা হয়েছে যে, ডাঃ ফরহাদ আহমেদ চৌধুরী কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত গত ৩ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত কর্মস্থলে অনুপস্থিত থাকায় রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়েছেন। এ ধরনের অনুপস্থিতি কর্তব্য কাজে অবহেলা, গাফিলতি ও উদাসীনতার পর্যায়ে পড়ে এবং উক্ত কর্মকান্ড চাকুরী বিধির পরিপন্থী। এরকম অনুপস্থিতির বিষয়টি কেন উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে না কিংবা বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে না ৩ দিনের মধ্যে তার জবাব দিতে বলা হয়েছে।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ডাঃ ফরহাদ আহমেদ চৌধুরী কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন কি না জানার জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ নুসরাত জাহানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, ডাঃ ফরহাদ শোকজের জবাব দিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, ১০ অক্টোবর কয়েকটি পত্রিকায় ‘ছুটি না নিয়ে কর্মস্থলে অনুপস্থিত চিকিৎসক’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।