স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুরে ভারতের হিন্দু পুরোহিত ও ক্ষমতাসীন বিজেপি সংসদ সদস্য কর্তৃক ইসলাম ধর্ম ও প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা.) সম্পর্কে জঘন্য কটুক্তি ও অবমাননার প্রতিবাদে উলামা পরিষদ এবং সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলা পষিদের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে সভাপতিত্ব করেন মাওলানা শাহ মোঃ গিয়াসউদ্দিন। মাওলানা ইসমাঈল আহম্মদ ও সুরাঈল আরেফিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা এহতেশামুল হক, মাওলানা শোয়াইব আহম্মদ আশরাফি, কারি নূর উদ্দিন, মাওলানা কেফায়েতউল্লাহ, মুফতি এজহারুল ইসলাম, মাওলানা আবু হানিফ প্রমুখ। বক্তাগণ ভারতের হিন্দু পুরোহিত ও ক্ষমতাসীন বিজেপি সংসদ সদস্যকে অবিলম্বে গ্রেফতারের জন্য দেশটির সরকারের প্রতি দাবি জানান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com