লাখাইয়ে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়
সুমন আহমেদ বিজয় ॥ লাখাই উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত ওসি মোঃ বন্দে আলী। সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ওসির কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন নবাগত ওসি মোঃ বন্দে আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওসি তদন্ত শফিকুল ইসলাম, লাখাই প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট মোঃ আলী নোয়াজ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বাহার উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি এমএ ওয়াহেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ বিলাল আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা অনলাইন প্রেসক্লাব সভাপতি মহসিন সাদেক, সাধারণ সম্পাদক সুমন আহমেদ বিজয়, সাংবাদিক আব্দুল মতিন, সুশীল চন্দ্র দাস, আমিন ইকবাল, আলী আহমদ, জুনাইদ চৌধুরী, তৌহিদ মোল্লা, নোমান মোল্লা, কামরুল ইসলাম, নাজিম উদ্দীন রানা, এমসি শুভ, আব্দুল হান্নান প্রমূখ।
মতবিনিময়কালে নবাগত ওসি মোঃ বন্দে আলী বলেন, মাদক, জুয়া ও দালালদের বিরুদ্ধে লাখাই থানা পুলিশ জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে। লাখাই উপজেলায় কোন রকম মাদক ও জুয়া চলবে না। লাখাই থানাকে শতভাগ দালাল মুক্ত করা হবে।
তিনি আরও বলেন, শত বছরের ইতিহাস রক্ষায় আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে, যাতে হিন্দু ধর্মাবলম্বী মানুষ স্বাধীন ও স্বাচ্ছন্দ ভাবে তাদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারেন।
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা নির্ভয়ে কাজ করবেন এবং সঠিক তথ্য জেনে বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশ করবেন। কোন ব্যক্তি বিশেষ সাংবাদিককে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে পুলিশ আপনাদের পাশে থাকবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com