আক্তার হোসেন আলহাদী ॥ বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়ে গত ৫ আগস্ট বানিয়াচংয়ে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলি ও হামলায় নিহত ৯ জনের পরিবারকে এবং গুরুতর আহত ৪৪ জনকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা: সাখাওয়াত হাসান জীবন এর পরিবারের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। ‘যাদের রক্তে মুক্ত দেশ, আমরা তোমাদের ভুলবো না’ স্লোগানকে সামনে রেখে গতকাল সকাল ১১ টায় ডা: সাখাওয়াত হাসান জীবন নিহত ও আহতদের পরিবারের স্বজনদের হাতে এ অনুদান প্রদান করেন। এসময় ডা: জীবন বলেন, দীর্ঘ প্রায় দেড় যুগ ধরে চলা স্বৈরশাসনের অবসান ঘটিয়েছে ছাত্রজনতা। তাদের আত্মত্যাগের বিনিময়ে স্বৈরাচারমুক্ত হল বাংলাদেশ। যে স্বৈরশাসক মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার ও স্বাধীনভাবে চলার অধিকার কেড়ে নিয়েছিল, বাংলাদেশের জনগণকে শাসনের নামে শোষণ করে আসছিল, সেই স্বৈরশাসক হাসিনা আমাদের ছাত্র জনতার আন্দোলনের রোষানলে পড়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে। অভ্যুত্থান সফল হয়েছে অনেকগুলো তাজা প্রাণের বিনিময়ে। বৈষম্যবিরোধী আন্দোলনে যোগ দিয়ে অনেকেই নিহত হয়েছেন, আহতের সংখ্যাও অগণিত। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন- আইনী প্রক্রিয়ার মধ্যমে এ হতাহতের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে এবং এ আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে স্বীকৃতি প্রদান করা হবে। যারা এ আন্দোলনে অংশ নিয়ে স্বৈরাচারমুক্ত করেছে তাদেরকে সাথে নিয়েই নতুন এক উন্নত বাংলাদেশ গড়ে তোলা হবে।
এসময় অন্যান্যের মাঝে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ, সাবেক আহবায়ক আলহাজ্ব লুতফুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুল, সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহির হোসেন, আহতদের মধ্যে তাকবীর আহমেদ, জুসেদ আহমেদ, বাসির আহমেদ, হাফেজ ইমদাদ উল্লাহ ও ফয়ছল তালুকদার। উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ নিহত ও আহতদের পরিবারের সদস্যবৃন্দ।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট বানিয়াচংয়ে নিহত হয়েছেন- হাসান, তোফাজ্জুল, আকিনুর, আনাস, মোজ্জাক্কির, ছাদিকুল, নয়ন মিয়া, সোহেন আখঞ্জি ও আশরাফুল।