স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উত্তর শ্যামলী এলাকা থেকে কামরুল ইসলাম (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনীর একটি টিম। স্থানীয় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে সেনাবাহিনীর একটি টিম উত্তর শ্যামলী এলাকার আলী হোসেনের বাসায় অভিযান চালায়। এ সময় এলাকাবাসীর সহযোগিতায় আলী হোসেনের বাড়ী থেকে মাদক ব্যবসায়ী কামরুল ইসলামকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। সে হবিগঞ্জ সদর উপজেলা তিতখাই এলাকার বাসিন্দা। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে তার অপরাপর সহযোগিরা পালিয়ে গেছে। এ ঘটনায় সদর থানা পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আটক কামরুলকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।