স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উমেদনগরের হাফিজুল ইসলাম খান নামে এক মাদক ব্যবসায়ীকে প্রবেশনাল সাজা দিয়েছেন আদালত। গত বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিজ্ঞ বিচারক মোঃ আজিজুল হক এ আদেশ দেন। রায়ে উল্লেখ করা হয়- হাফিজুল ইসলাম ৩ দিন আদালতের আশপাশের ময়লা আবর্জনা পরিস্কার করবে। আদালতের পেশকার বাবলু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালে চার লিটার চোলাই মদসহ শহরের শ্মশানঘাট এলাকা থেকে সদর থানার এসআই আবু নাঈম হাফিজুল ইসলামকে আটক করেন। এ ঘটনায় এসআই আবু নাঈম বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। হাফিজুল ইসলাম প্রথমবারের মতো মাদকের অপরাধ করেছে বলে আদালত তাকে শোধরানোর জন্য এ প্রবেশনাল সাজা প্রদান করেন। ৩ দিন আদালত পাড়ায় ময়লা আবর্জনা পরিস্কার করার পর সে মুক্ত হবে। হাফিজুল ইসলাম শহরের উমেদনগরের মোক্তার খানের পুত্র।