স্টাফ রিপোর্টার ॥ ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী শোভাযাত্রার সমুদয় টাকা বন্যার্তদের পুনর্বাসনের জন্য হস্তান্তর করেছে হবিগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ। প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেয়ার জন্য বৃহস্পতিবার সকালে নবাগত জেলা প্রশাসক ড. ফরিদুর রহমানের কাছে ৭৫ হাজার টাকা হস্তান্তর করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি অ্যাডভোকেট নলিনী কান্ত রায় নীরু, সাবেক সভাপতি অ্যাডভোকেট পূণ্যব্রত চৌধুরী বিভু, সহ-সভাপতি অশোক রায় মঙ্গল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অর্জুন চন্দ্র রায়, সহ-সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বণিক, সাংগঠনিক সম্পাদক অমিয় রায়, সহ-প্রচার সম্পাদক রাজিব দাশ, সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বিকাশ দাশ প্রমূখ।
নেতৃবৃন্দ বলেন, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় হবিগঞ্জসহ দেশের বিভিন্ন জেলার লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য হবিগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর শোভাযাত্রা স্থগিত করা হয়। শোভাযাত্রার অব্যয়িত ৭৫ হাজার টাকা জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়েছে।